চিরকুট : উদ্ধারণপুরের ঘাট





অবধূতের প্রখ্যাত উপন্যাস 'উদ্ধারণপুরের ঘাট'। শ্মশানক্ষেত্রে শবদেহ, মনুষ্যচরিত নিয়ে অসাধারণ লেখা যেখানে কোন আধিভৌতিক বিষয় নেই। উপন্যাসটি সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিল। আমি পড়েছি ১৯৭৭ সালে। একটি চরিত্র ছিল খন্তা মোড়ল। ওকে আজও ভুলিনি। মীরা পিসি পড়তে দিয়েছিলেন।

তার আরেকটি উপন্যাস- মরুতীর্থ হিংলাজ। চলচ্চিত্রায়িতও হয়েছিল। লতা, হেমন্ত গান গেয়েছিলেন। পথের ক্লান্তি ভুলে, তোমার ভুবনে মাগো এতো পাপ--কালজয়ী এ গান দুটি এ চলচ্চিত্রেরই।



Post a Comment

0 Comments